প্রশাসনিক ভবনে তালা দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালইয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ | সারা সপ্তাহের খবর

পলিটিক্স আপডেট নিউজ আপডেটে আপনাকে স্বাগত |  আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

আজকের আলোচনার বিযয় : প্রশাসনিক ভবনে তালা দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালইয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ, ডাকসু ও হল সংসদ নির্বাচন চায় ঢাকা বিশ্ববিদ্যালয় এর ছাত্রদল, আন্দোলন করে সরকারের পতন ঘটাতে পারবে না বিএনপি, রাজপথ কাউকে ইজারা দেওয়া হয়নি বলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, ময়মনসিংহের জনসভা মঞ্চে প্রধানমন্ত্রী, ঢাকায় ৩ দিনের সফরে এসেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তথ্যমন্ত্রী বলেছেন, বিএনপি গণতন্ত্র চর্চা করলে বাংলাদেশ আরও এগোত, ইউক্রেন যুদ্ধের কারণে রোহিঙ্গা পরিস্থিতি কঠিন হয়ে উঠেছে, আল–জাজিরাকে বললেন প্রধানমন্ত্রী, গণতন্ত্র ধ্বংস করেছে বিএনপি, মেরামত করেছে আওয়ামী লীগঃ বললেন ওবায়দুল কাদের

 

প্রশাসনিক ভবনে তালা দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালইয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ | সারা সপ্তাহের খবর

Table of Contents

প্রশাসনিক ভবনে তালা দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালইয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ | সারা সপ্তাহের খবর

 

প্রশাসনিক ভবনে তালা দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালইয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্থানীয় লোকজনের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা। ‘স্থানীয় লোকজনের হামলা ও পুলিশের গুলির’ প্রতিবাদে আজ রোববার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে সামনে অবস্থান নেন তাঁরা।

ডাকসু ও হল সংসদ নির্বাচন চায় ঢাকা বিশ্ববিদ্যালয় এর ছাত্রদল

দীর্ঘ ২৮ বছর বন্ধ থাকার পর ২০১৯ সালের মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নির্বাচন হয়েছিল। ২০২০ সালে ডাকসু ও হল সংসদের সেই কমিটির মেয়াদ শেষ হলেও এরপর আর নির্বাচনের কোনো উদ্যোগ নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর কারণে আবারও স্থবিরতা নেমে এসেছে ডাকসুতে। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে যে আংশিক সহাবস্থানের পরিবেশ তৈরি হয়েছিল, তাও ইতিমধ্যে মুখ থুবড়ে পড়েছে।

এমন পরিস্থিতিতে গতকাল শনিবার ডাকসু ও হল সংসদের সর্বশেষ নির্বাচনের চার বছর পূর্তির দিনে অবিলম্বে নতুন নির্বাচন দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। তাদের দাবি, সেই নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ।

আন্দোলন করে সরকারের পতন ঘটাতে পারবে না বিএনপি

বিএনপি-জামায়াত ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে তাকে কাজে লাগিয়ে ক্ষমতায় আসতে চায় বলে অভিযোগ করেছেন যুবলীগের নেতারা। তাঁরা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আরও কিছু সময় আছে। বিএনপির উচিত মানুষের কাছে যাওয়া। আন্দোলন করে সরকার পতন কিংবা ক্ষমতায় যেতে পারবে না বিএনপি।

রাজপথ কাউকে ইজারা দেওয়া হয়নি বলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

হাছান মাহমুদ বলেছেন, ‘আওয়ামী লীগের ভিত অনেক গভীরে। আওয়ামী লীগ এ দেশের গণমানুষের দল, জনগণের দল, খেটে খাওয়া মেহনতি মানুষের দল, এ দেশের কিষান-কিষানির দল। রাজপথ আমরা কাউকে ইজারা দিইনি।

 

প্রশাসনিক ভবনে তালা দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালইয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ | সারা সপ্তাহের খবর

 

ময়মনসিংহের জনসভা মঞ্চে প্রধানমন্ত্রী

ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভার মঞ্চে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার বেলা ৩টায় তিনি মঞ্চে ওঠেন। পরে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় জনসভার কার্যক্রম।

ঢাকায় ৩ দিনের সফরে এসেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাজ্যের ভারত ও প্রশান্ত মহাসাগরবিষয়ক প্রতিমন্ত্রী অ্যান মারি ট্রিভেলিয়ান শুক্রবার দুপুরে ঢাকায় এসেছেন। তিন দিনের সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে আলোচনা করবেন।

তথ্যমন্ত্রী বলেছেন, বিএনপি গণতন্ত্র চর্চা করলে বাংলাদেশ আরও এগোত

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ওয়াশিংটনভিত্তিক গবেষণা সংস্থা যখন প্রতিবেদন প্রকাশ করে যে বাংলাদেশ গণতন্ত্রচর্চা সূচকে গত বছরের তুলনায় এক ধাপ এগিয়েছে, তার মানে বাংলাদেশে গণতন্ত্র চর্চা অব্যাহত আছে। বিএনপি যদি গণতন্ত্রচর্চায় আরও সহায়ক ভূমিকা রাখত, তাহলে বাংলাদেশ আরও অনেক ধাপ এগিয়ে যেত।

ইউক্রেন যুদ্ধের কারণে রোহিঙ্গা পরিস্থিতি কঠিন হয়ে উঠেছে, আল–জাজিরাকে বললেন প্রধানমন্ত্রী

কাতারের দোহায় স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলনের (এলডিসি–৫) ফাঁকে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরের পরিস্থিতি এবং সেখানে অবস্থানরত রোহিঙ্গাদের ভবিষ্যৎসহ বেশ কয়েকটি বিষয় নিয়ে আল–জাজিরার সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। বলেছেন, ইউক্রেন যুদ্ধের কারণে রোহিঙ্গা সংকট থেকে বিশ্বের মনোযোগ সেদিকে সরে গেছে, যা রোহিঙ্গা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে।

 

Google News
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

গণতন্ত্র ধ্বংস করেছে বিএনপি, মেরামত করেছে আওয়ামী লীগঃ বললেন ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি দেশের গণতন্ত্র ধ্বংস করেছে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তা মেরামত করেছে। বিএনপির নিজেদের ঘরে গণতন্ত্র নেই। তারা দেশে গণতন্ত্র কীভাবে প্রতিষ্ঠিত করবে। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে মঙ্গলবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ওবায়দুল কাদের এসব কথা বলেন।

আরও দেখুনঃ

Leave a Comment